নিজস্ব সংবাদদাতা :
চারটি প্রস্তুতি ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র একটিতে। চিন্তিত খালিদ বলেন, ‘প্র্যাকটিস ম্যাচে সবাইকে সুযোগ দিয়েছি। আরও একটা ম্যাচ খেলতে চাই। প্রথম একাদশ এখনও তৈরি হয়নি। টিমের আরও উন্নতি দরকার। শুধু ইস্টবেঙ্গল, মোহনবাগান নয়, সমস্ত টিমই কঠিন আই লিগে।’ এডুকে নিয়ে খালিদ বলেন, ‘এডুকে সময় দিতে হবে। হাতে সময় আছে এখনও।’ ম্যাচ প্র্যাকটিসের মধ্যে না–থাকায় এডুর ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। দলের আরেক বিদেশি বাজো আর্মান্ডের হালকা চোট রয়েছে। লাল–হলুদ সূত্রে জানা যাচ্ছে, পিয়ারলেসের হয়ে কলকাতা লিগ খেলা সুখবিন্দার সিংকে নিতে পারে ইস্টবেঙ্গল। এই সুখবিন্দার ইস্টবেঙ্গলে খেলে গিয়েছেন আগে। উবেদ নামের এক গোলকিপার ট্রায়ালে এসেছেন। খালিদ বলেন, ‘ট্রায়ালে এসেছে। ফাইনাল ডিসিশন হয়নি।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan