চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
আজ নতুন অধিনায়ক নিয়ে মাঠে নাইট বাহিনী। কেকেআরের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হয়েছেন নীতীশ রানা, অর্থাৎ যত দিন শ্রেয়াস অধিনায়ক পদ থেকে বিরত থাকবেন, তাতে দায়িত্ব সামলাতে দেখা যাবে নীতীশ রানাকে।
আজ, শনিবার মোহালিতে শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচ দিয়ে চলতি আইপিএল অভিযান শুরু করবে কেকেআর। নিঃসন্দেহে, কেকেআরের কম্বিনেশন বিচারে শ্রেয়সের না থাকাটা বিশাল ধাক্কা। মিডল অর্ডারে তিনিই তো ছিলেন ভরসা ছিল।
এদিন সাংবাদিকদের কথায় নীতীশ জবাবে বলে দেন, ‘‘শ্রেয়সের না থাকা অবশ্যই বড় ধাক্কা, আমাদের ক্যাপ্টেন ও। কিন্তু যারা আছে, তাদের নিয়েই তো খেলতে হবে । এটুকু বলতে পারি, চান্দু স্যর আসার পর আমরা ফুটছি। আর চোট-আঘাত কোন টিমে নেই বলুন? সব টিমেই কেউ না কেউ চোটের কারণে খেলতে পারছে না।’’
ঠিক যেমন কেকেআরে শ্রেয়স চোটের কারণে না খেলতে পারলে, শিখরের পাঞ্জাবও গোটা আইপিএলে পাচ্ছে না বিস্ফোরক ওপেনার জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের আর এক তারকা মিডল অর্ডার ব্যাটার লিয়াম লিভিংস্টোনও নাইটদের বিরুদ্ধে নেই। তারও চোটের ব্যাপার ছিল, এখনও চোট নিয়ে ইসিবির ছাড়পত্র না পাওয়ায় নামবেন না লিভিংস্টোনও। শুক্রবার পাঞ্জাব বা কেকেআর- দু’টো টিমের কেউ প্র্যাকটিস করতে পারল না তেড়ে বৃষ্টির কারণে। তাতেও হাল ছাড়েনি নয়া অধিনায়ক, নীতীশ-সহ জনা কয়েক নাইট ইন্ডোরে গিয়ে ট্রেনিং সেরে এলেন।
শোনা যাছে, ওপেনিংয়ে নারায়ণ জগদীশনের সঙ্গে আফগানিস্তানের গুরবাজ নামতে পারে, তিন নম্বরে ভেঙ্কটেশ আইয়ার। চারে ক্যাপ্টেন রানা। পাঁচ থেকে সাত যথাক্রমে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং শার্দূল ঠাকুর। শোনা গেল, নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসনের চোট প্রায় সারার পথে। তিনি নেমতেও পারেন মাঠে। তবে সুনীল নারিন খেলবেন কি না, তা এখনও বোঝা যাচ্ছে না।
গতকালই মোহালি ঢুকেছেন নারিন। তিনি কী করেন, সেটা দেখার। দেখার আরও কয়েকটা বিষয় আছে। যেমন, কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ার কে হন। ঠিক তেমনই দেখার, ঘরোয়া ক্রিকেটে দিল্লি অধিনায়ক নীতীশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কেমন ক্যাপ্টেন্সি করেন। সর্বোপরি দেখার, মোহালির আবহাওয়া। হাওয়া রিপোর্ট কিন্তু বলছে যে, দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল।