ঈষানিকা ভোরাই :
পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রাম বাংলার মন জয় করার জন্য প্রত্যন্ত এলাকায় বাস পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার নবান্ন থেকে ১৬৫ টি বাসের উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তর থেকে দক্ষিণবঙ্গ-এই বাস পরিষেবার আওতায় আনা হয়েছে একেবারে প্রত্যন্ত এলাকাও। আগামী বছরের পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের কাছে অ্যাসিড টেষ্ট। বিশেষ করে মুকুল রায় দল ছাড়ার পর গ্রাম বাংলায় শুধু তৃণমূলের সংগঠনের উপর ভরসা রাখতে পারছেন না তৃণমূলনেত্রী । তাই সরকারী পরিষেবা প্রদানকেও অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই ভোট উৎরোতে চাইছেন মমতা । সেই লক্ষে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তার জেলা সফরে প্রশাসনিক মূল্যায়ন বৈঠক না করে শুধুমাত্র পরিষেবা প্রদান সভা করছেন। এমনটা তার গত ছয় বছরের রাজত্বকালে একেবারেই নতুন ।
এদিন অবশ্য মুখ্যমন্ত্রী বলেন, “পরিবহনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, দমকলমন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়, পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। দেখুন ভিডিও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan