প্রসেনজিৎ ধর :
নার্সিংহোমের গাফিলতিতে জন্ম সার্টিফিকেট না পাওয়ায় স্কুলে ভর্তি হতে পারছে না উত্তরপাড়া থানার জোড়াপুকুর এলাকার তপন চক্রবর্তীর একমাত্র কন্যা কমলিকা চক্রবর্তী।অভিযোগ উত্তরপাড়া থানা এলাকার রিলাইফ নার্সিং হোমে গত 2009 সালে 9ই সেপ্টেম্বর জন্ম হয় কমলিকার।তখন হাসপাতাল থেকে তার বাবা-মাকে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়।কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কোন সরকারি হাসপাতাল অথবা নার্সিংহোমে কোনো শিশু জন্মগ্রহন করলে তার জন্ম সার্টিফিকেট স্হানীয় পঞ্চায়েত অথবা পৌরসভাতে পাঠিয়ে দেওয়া হয়।কিন্তু এক্ষেত্রে নার্সিংহোম তা না করে উল্টে পরিবারকে বলে দেয় ঐ কন্যাসন্তান বাড়িতে হয়েছে।এর ফলে স্কুলে ভর্তি হতে চরম সমস্যায় পড়েছে কমলিকার বাবা-মা।
লাইক ও শেয়ার করুন