কমলেন্দু সরকার :
মোদীকে নিয়ে ছবি হলে একমাত্র অক্ষয়কুমারই হতে পারেন নরেন্দ্র মোদী। এমনটাই খবর টিনসেল টাউনে। তাঁর স্বচ্ছ ভাবমূর্তির জন্য সকলেরই পছন্দ আক্কিকে। আক্কির বাজার এখন তুঙ্গে। ‘রুস্তম’-এর জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার তিনি এবছরই পেয়েছেন। তার ওপর কেন্দ্রীয় শাসক দলের নেতাদের এই শংসাপত্র। প্রধানমন্ত্রী নিজেও পছন্দ করেন অক্ষয়কুমারকে।
বিজেপি-র সর্ব ভারতীয় নেতা তো বলেওছেন অক্ষয়কুমারের যে স্বচ্ছ ভাবমূর্তি সেইজন্য তিনিই একমাত্র নরেন্দ্র মোদীর চরিত্র করতে পারেন। শত্রুঘ্ন সিনহা নাকি বলেছেন, সবচেয়ে পরিষ্কার হল অক্ষয়কুমার।
লাইক ও শেয়ার করুন