প্রিয়াঙ্কা সাহা 
দীপিকার নগ্ন ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। ‘ম্য়াক্সিম’ নামের এক পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই ছবি। এক পুরুষ মডেলের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় নগ্ন দীপকাকে দেখা যাচ্ছিল সেখানে। অবাক হয়ে গেলেন! অবাক হওয়ার মতোই খবর। কিন্তু আসল খবরটা হল সোশ্যাল মিডিয়াতে দীপিকার যে-নগ্ন ছবি ঘুরছে সেটি জালিয়াতি করা। জাল ছবির শিকার দীপিকা। ম্য়াগাজিনের ছবিতে নগ্ন শরীরের ওপর জালিয়াতি করে বসিয়ে দেওয়া হয়েছে দীপিকার মুখ। এই ছবিই বাজারে এখন হট কেক। চর্চা চলছে এই ম্য়াগাজিন নিয়েও। এর আগে ম্য়াক্সিম-এর কভার পেজের জন্য় ফোটো শুট করিয়ে ছিলেন। ইদানীং যে-নগ্ন ছবি নিয়ে চর্চা চলছে তার মধ্য়ে কোন সত্য়তা নেই।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news