চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচনে একক ভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। আর সেই কাজে সামাজিক মুখ হিসেবে বেশকিছু স্বনামধন্য মানুষকে কাজে লাগাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
সেই কাজে উদ্যোগী হয়ে কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। তিনি যোগাযোগ করেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া নাফিসা আলী ও গায়ক লাকি আলীর সঙ্গে। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলেও সূত্রের খবর। উভয়ের থেকেই ইতিবাচক বার্তা পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা। লাকি আলী তৃণমূলের সমর্থনে প্রকাশ্যে কিছু না বলতে চাইলেও প্রকাশ্যে দিদির গোয়ার রাজনীতিতে পদার্পণ নিয়ে মুখ খুলেছেন নাফিসা। তিনি বলেছেন, “তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার রাজনীতিতে পদার্পণ করে ভালো পদক্ষেপ নিয়েছেন। গোয়ার উন্নয়নের জন্য এটা খুবই কার্যকরী হবে।”

পাশাপাশি, ডেরেক ইতিমধ্যে গোয়ায় গিয়ে ক্রীড়াপ্রেমী রাজ্যে যোগাযোগ শুরু করেছেন নানা স্তরের মানুষের সঙ্গে। ফলস্বরূপ, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিও তো বটেই প্রাক্তন ফুটবলার ডেনজিল ফ্রাঙ্কো-সহ গোয়া বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি অবধি বাংলার শাসক দলে নাম লিখিয়েছেন। সংগঠন প্রসারে তৃণমূলের খেলোয়াড় নেতাদের পাঠানো হয়েছে গোয়ায়। গোয়ায় গিয়ে সাংগঠনিক কাজ করে এসেছেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় ও প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। গোয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কেও।
তবে গোয়ার মতো খ্রিষ্টান অধ্যুষিত রাজ্যে রাজনৈতিক পথচলার সঙ্গে নাফিসা আলীদের মতো ব্যক্তিত্বদের সমর্থন পাওয়ায় তৃণমূলের লাভ হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news