নিজস্ব প্রতিনিধি
মুকুলের গাঁধিগিরিতে অবাক নির্বাচন কমিশনের অাধিকারিকরা। দুপুরে বিজেপি নেতা মুকুল রায় নির্বাচন কমিশনের দফতরে ফুল মিষ্টি পাঠিয়েছেন। তার সঙ্গে নির্বাচন কমিশনারকে একটি চিঠি। মুকুল রায় তাঁর চিঠিতে নির্বাচন কমিশনারকে জানিয়েছেন, দুই কেন্দ্রে অবাধ ভোট করার জন্য নির্বাচন কমিশনার সহ তাঁর দফতরের সকল অাধিকারিকদের ধন্যবাদ।
গনতন্ত্র রক্ষা করতে যথাযথ ব্যাবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে মুকুল রায় চিঠিতে উল্লেখ করেছেন বুথ অনুযায়ী তৃণমূলের প্রাপ্ত ভোটের হিসেব। উলুবেড়িয়া, নোয়াপাড়াতে এমন বহু বুথ আছে যেখানে শাসকদল ৯৯ শতাংশের বেশি ভোট পেয়েছে। তবে মুকুল রায়ের মিষ্টি পাঠানো নিয়ে বেশ চর্চা চলছে নির্বাচন কমিশন দফতরে। দফতরের নিচু তলার কর্মীরা কেউ সাহেবদের আড়ালে হাসছেন, অাবার কেউ মুকুলের গাঁধিগিরির প্রশংসা করছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan