দেবক বন্দ্যোপাধ্যায় :
শণিবার বিকেল পাঁচটা।মুকুল রায়ের হাতে বিজেপির পতাকা। অশোকা রোডে বিজেপির সদর দফতরে জোড়াফুলের জন্মদাতার (খাতায়-কলমে) পদ্মফুলে অভিষেক। অমিত শাহ গুজরাতে ব্যস্ত থাকার ফলে বিজেপির পথে মুকুলের দেরি! বৃহস্পতিবার সন্ধেবেলাতেই যে ঘটনা ঘটে যাওয়ার কথা, অমিতের ফিরতে না পারার জন্য সেই ঘটনার এ হেন বিলম্বিত লয়। এদিন সন্ধে ছ’টা নাগাদই অমিত শাহের তরফ থেকে চ্যানেল হিন্দুস্তানকে জানান হয় যে তাঁর ফিরতে ৩, ৪ দিন দেরি হবে। শেয পর্যন্ত শণিবার বিকেলেই সময় ধার্য হয় মুকুল রায়ের বিজেপিতে যোগদানের।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বিজেপিতে যোগ দেবেন মুকুল। এখনও পর্যন্ত জানা গেছে পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা ও উড়িষ্যার দায়িত্ব দেওয়া হবে তাঁকে।
অমিত শাহ নিজে তাঁকে দলে বরণ করে নেওয়ায়, রাজ্য বিজেপির যে অংশটি মুকুলের যোগদানের বিরোধিতা করছিল, সেই অংশটিকে বার্তা দেওয়া হল বলেই মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশ। একই সঙ্গে রাজ্যে যে অংশটি মমতা-মুকুল বোঝাপড়ার তত্ত্ব বিজেপিকে ‘খাওয়াতে’ চাইছিলেন, সেই অংশটির জন্যেও এটি একটি বার্তা গেল বলে অনেকের ধারণা। মুকুল রায়ের ওপর অমিত শাহ সম্পূর্ণ ভরসা রাখছেন বলেই নিজে তাঁকে বরণ করে সম্মান দেখালেন অমিত। এমনটাই অভিমত বিজেপির অমিত ঘনিষ্ঠদের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/10/26/mukul-kanchrapara-threat/