নীল বণিক :
বঙ্গের সংখ্যালঘুদের কাছে টানতে সংঘ পরিবারের সঙ্গে মুকুল রায়ের বৈঠক। তাও আবার কলকাতায় বসে। সূত্রের খবর ২৩শে ফেব্রুয়ারী রাতে সংঘ নেতা ইন্দ্রেশ কুমারের সঙ্গে বৈঠকে বসেন মুকুল রায়। রাত দশটা নাগাদ সেন্ট্রাল অ্যাভেনিউয়ের এক ঠিকানায় এই বৈঠকটি হয়। দুজনের মধ্যে প্রায় চল্লিশ মিনিটের ওপর কথা হয় বলে জানা গিয়েছে। রাজ্যের মুসলিম ভোট ব্যাঙ্ককে পাশে পেতে কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত সে বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। তৃণমূলের শাসনকালে বাংলার মুসলিমদের কোনও লাভ হচ্ছে না। সেকথা সংখ্যালঘুদের কাছে পৌঁছে দিতে মুকুল রায়ের ওপরেই ভরসা রাখছে সংঘ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustanhttps:
//www.facebook.com/channelhindustan