নিজস্ব সংবাদদাতা :
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন বিজেপি নেতা মুকুল রায়। পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা টেনে মুকুল বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও আরও বেশি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শাসকের সন্ত্রাসকে চ্যালেঞ্জ জানাতে দলের কর্মীরা প্রস্তুত বলে জানান মুকুল রায়। গনতন্ত্র রক্ষা করার জন্য বিজেপি কর্মীরা ময়দানে নামবে। প্রতিটি আসনেই প্রার্থী দেওয়া হবে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু দাবি জানান মুকুল রায়। এবার মনোনয়ন পত্র অনলাইনে বিডিও অফিসে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনের ১ সপ্তাহ আগে কেন্দ্রীয় বাহিনী বুথে পৌঁছে দিতে হবে। বিরোধীরা যাতে মনোনয়ন পত্র জমা দিতে পারে তা নির্বাচন কমিশন কে নিশ্চিত করতে হবে। তাড়াতাড়ি নির্বাচন কমিশনের কাছে দাবিগুলি তাখা হবে বলে জানান তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan