নিজস্ব সংবাদদাতা :
আগামী রবিবার সকাল আটটায় অনূর্ধ্ব–১৫ দলের ট্রায়াল হবে। মোহনবাগান মাঠে। ০১–০১–২০০৩ থেকে ৩১–১২–২০০৪ সালের মধ্যে জন্ম তারিখ হতে হবে। ট্রায়ালে এলে আনতে হবে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, দুটো পাসপোর্ট সাইজ রঙিন ছবি। এছাড়া যদি আগে অন্য কোনও ক্লাবে খেলে সেই ক্লাবের এনওসি সার্টিফিকেট। তাহলে আর দেরি কেন, যে সমস্ত বাবা–মায়েরা তাদের ছেলেদের মোহনবাগান টিমে দেখার স্বপ্ন দেখেন, তঁারা ছেলেদের নিয়ে চলে আসুন মোহনবাগান মাঠে, আগামী রবিবার, ঠিক সকাল আটটায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan