ওয়েব ডেস্ক:
ইস্টবেঙ্গলের এবার হাত বাড়িয়েছিল বাগানে! প্রতিবেশী ক্লাব থেকে দেবজিৎ আর প্রীতমকে তুলে আনাই ছিল মূল লক্ষ্য। ওদিকে মোহনবাগানের হাত গুটিয়ে বসে ছিল না। ওঁদের ধরে রাখাই ছিল প্রাণপণ চেষ্টা। দু’দলেরই গুড়ে নাকি বালি দিচ্ছে আইএসএলএর নতুন ফ্রাঞ্চাইজি টাটা। দেবজিৎ মজুমদার আর প্রীতম কোটাল প্রধান লক্ষ্য। এঁদের দু’জনের সঙ্গেই নাকি কথা অনেকটাই এগিয়েছে। ইস্টবেঙ্গল-মোহনবাগানের কেউ কেউ নাকি তালিকায় আছে! এমনটাই শোনা যাচ্ছে ময়দানে। তবে ইস্টবেঙ্গল সুবিধেমতো জায়গায় আছে। কেননা, ভাবগতিক দেখে ইস্টবেঙ্গল কর্তারা আগেভাগেই খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে রেখেছেন। নতুন খেলোয়াড়দের নিয়েছেন এসব ঝামেলা হতে পারে বুঝে। যেমন এবার আতলেতিকো কলকাতার ‘টার্গেট লিস্ট’-এ ছিলেন অর্ণব মণ্ডল। কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি থাকায় আতলেতিকো কলকাতার কর্মকর্তারা হাতগুটিয়ে নিয়েছেন। সব মিলিয়ে এবারে কলকাতার দুই প্রধান গাড্ডায় পড়েছে বলে জোর খবর ময়দানে। অনেকেই নাকি দুই দলের অবস্থা দেখে মুচকি হাসছেন! তার মধ্যে অনেক প্রাক্তন কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে!