ওয়েব ডেস্ক:
ড্রাফটে না-ওঠা অভিষেক দাস আর ডেনসন দেবদাসকে তুলে নিয়েছে সবুজমেরুন। অভিষেক আসাতে সাইডব্যাকের সমস্যা মিটে গেল মোহনবাগানের। মাঝমাঠও শক্তপোক্ত হয়ে গেল বাগানের। কলকাতা লিগের জন্য সবুজমেরুন বেশ ভাল দলই গড়ে নিল। আরও কয়েকজনকে নেওয়ার কথাও ভাবছে।
আরও পড়ুন :-