Breaking News
Home / TRENDING / তিন বছরের পূর্তিতে মোদী উৎসব

তিন বছরের পূর্তিতে মোদী উৎসব

কমলেন্দু সরকার     :

২৬ মে ২০১৪ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী। তাঁর প্রধানমন্ত্রীত্বের তিন বছর পূর্ণ হল। বিজেপি সরকারের তিন বছরের এই পূর্তিতে গোটা দেশের ন’শোটি শহরে চলবে মোদী উৎসব। মোদী মানে নরেন্দ্র মোদী উৎসব নয়, মেকিং অফ ডেভেলপড ইন্ডিয়া। উদ্দেশ্য তিন বছরে মোদী সরকারের কাজের খতিয়ান দেখানো গোটা দেশে ৩০০টি প্রদর্শনীর মাধ্যমে। এছাড়াও অনেকগুলি পরিকল্পনাও নেওয়া হয়েছে। তার মধ্যে উৎসব শুরুর প্রথমদিনই ব্রহ্মপুত্র নদীর ওপরে অসম-অরুণাচল সংযোগকারী ভারতের বৃহত্তম সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
মোদী মানেই বিজেপি, বিজেপি মানেই মোদী। দু’টি সমার্থক শব্দ। নরেন্দ্র মোদীর নামেই জয়যাত্রা শুরু হয়েছিল সেই ২০১৪-তেই। তাঁর নামেই ভোট পড়েছিল ই ভি এম মেশিনে। এখনও তাই পড়ে। সম্প্রতি উত্তরপ্রদেশের ভোটের ফল সেই কথাই বলে। এছাড়াও উত্তরাখণ্ড কংগ্রেসের থেকে ছিনিয়ে নেয়। গোয়া এবং মণিপুরে আসনসংখ্যা কিছুটা কম পড়লেও সরকার গড়ে বিজেপি-ই। মোদী সরকার মানেই সব কা সাথ, সব কা বিকাশ। গত তিন বছরে দেখা গেছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। ডালের আকাশছোঁয়া দাম ছাড়া জিনিসপত্রের দাম সেই অর্থে আকাশ ছোঁয়নি। এটাই মোদী সরকারের সাফল্য।
জানা গেছে, এন ডি এ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা-পাওয়া মানুষদের মধ্যে ২৬ হাজার জনকে চিঠি দেবেন স্বয়ং মোদী। নরেন্দ্র মোদী এভাবেই ভারতের বিভিন্ন কোণে পৌঁছে যেতে চাইছেন ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেই। মোদী উৎসব নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও নরেন্দ্র মোদী কিন্তু পিছু হঠতে রাজি নন। মোদী সরকারের সাফল্য এবং ব্যর্থতার বিচারের ভার সাধারণ মানুষের হাতেই দিতে চাইছেন প্রধানমন্ত্রী। তিনি জানেন সাধারণ মানুষের ভালবাসাই তাঁকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *