ওয়েব ডেস্ক :
১৯৪২ সালের ৯ অগস্ট শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। আজ তার ৭৫ বছর পূর্তি। সেই সকল শ্রদ্ধা জানিয়ে ৭৫ বছর পূর্তিতে সাম্প্রদায়িকতা মুক্ত ভারতের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে সাম্প্রদায়িকতার একাধিক নজির যখন সামনে আসছে তখন এদিন ভারতছাড়ো আন্দোলনের দিনে টুইটে মোদী লেখেন, “আজ ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ বছর। যে সকল আন্দোলনকারীরা এই আন্দোলনে যুক্ত ছিলেন তাঁদের সকলকে অভিনন্দন।”
এই আন্দোলনের মুখ ছিলেন মহাত্মা গান্ধি। তাঁকে উদ্দেশ্য করে তিনি টুইটে লেখেন, “মহাত্মা গান্ধীর নেতৃত্বে গোটা দেশ এক হয়েছিল স্বাধীনতার লক্ষ্যে।”
শুধু তাই নয় ‘নতুন ভারত’ গড়ার লক্ষ্যে এগোচ্ছে মোদী সরকার। এ নিয়ে প্রধানমন্ত্রী জানান, “চলুন নতুন ভারত গড়ার লক্ষ্যে এগোই। আমাদের স্বপ্ন যেখানে থাকবে না কোনও দারিদ্র্য, ময়লা, দুর্নীতি, সন্ত্রাসবাদ, বর্ণবাদ, সাম্প্রদায়িকতা এবং তৈরি করব ‘নতুন ভারত’। ২০২২ এর মধ্যে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।