চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নরেন্দ্র মোদি (Narendra Modi), এই নামটা শুধুমাত্র কোনও ব্যক্তির নয়, বরং এটা একটা ইমেজ! এখনও দলের পোস্টার বয় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, তাঁকে নিয়ে প্রদর্শনীর আয়োজন করে কি এই বার্তাই দিলেন বিজেপি (BJP) সভাপতি জেপি নাড্ডা? বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) মঙ্গলবার নয়াদিল্লিতে দলের মুখ্য কার্যালয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন যাত্রা কে কেন্দ্র করে এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘সেবা শপথ।’ নাড্ডা বলেন ‘সেবা শপথ’ আয়োজনের মূল উদ্দেশ্য হল মোদির জন্মদিনকে কেন্দ্র করে সেবার কাজে নিয়োজিত হওয়া। দেশের সব রাজ্যের ৭০টি জায়গায় করা হবে এই অনুষ্ঠান। এই প্রদর্শনীতে রক্তদান শিবির থেকে শুরু করে হাসপাতালে দুঃস্থ রোগীদের ফল বিতরনের কাজও করা হবে। বিগত অনেক বছর ধরেই প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে এই বিশাল প্রদর্শনীর আয়োজন করে চলেছে বিজেপি। বুধবার, এই অনুষ্ঠানে নাড্ডা বলেন, মোদি তাঁর জীবনের একটি অন্যতম প্রধান ব্যক্তিত্ব যাঁকে কেন্দ্র করে তিনি সমাজ সেবার পথে এসেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news