নীল বণিক
আবার সামনে চলে এল রাজ্য় সরকারের দুমুখো চেহারা। রেলমন্ত্রকের চিঠি নিয়ে তৃণমূল সরকার মিথ্য়াচার করছে বলে অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি জানান রেল মন্ত্রকের তরফে ওই ৮টি রুটে ট্রেন বন্ধ করার কথা আদৌ বলা হয়নি।
কেন্দ্রীয় সরকার ক্যাগের রিপোর্টটি রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে। শুধু এরাজ্য নয়, দেশের সব রাজ্যকেই রেলমন্ত্রক ক্যাগের রিপোর্ট পাঠিয়েছে বলে জানান রাহুল সিনহা।
রিপোর্টে সারা দেশে যে সমস্থ রুট অলাভজনক তার একটি তালিকা রয়েছে। সেই তালিকাতে রাজ্যের ৮টি রুট রয়েছে বলে দাবি করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। কেন্দ্রীয় সরকার রাজ্য সরাকার গুলিকে অনুরোধ করেছে, জনস্বার্থের কথা ভেবে এই অলাভ জনক রুট গুলিতে ট্রেন চালিয়ে রেলের যে ক্ষতি হয় তার ৫০ শতাংশ রাজ্য সরকার বহন করুক। নবান্নে চিঠি পাঠিয়ে এই কথাই বলেছে রেলমন্ত্রক। সরকার এই রিপোর্টটিকে যেভাবে জনসাধারনের সামনে ব্য়াখ্য়া করেছে, তা নিন্দনীয় ববলে জানান তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2018/01/mamatas-letter-to-modi-demanding-national-holidays/