ওয়েব ডেস্ক:
সঞ্জয় সেন কোচের দায়িত্ব নিয়েই দল গড়ায় মন দিয়েছেন পুরনো টিম ভেঙে যাচ্ছে ধরে নিয়েই এগোচ্ছেন। সবুজমেরুন কর্তারাও চুপচাপ বসে নেই। শোনা যাচ্ছে, বেশ কয়েকজল বিদেশি ফুটবলারের ভিডিয়ো ফুটেজ জোগাড় করেছেন। সেগুলো দেখা হচ্ছে। সঞ্জয় সেনের পছন্দ হয়েছে পর্তুগালের এক মিডফিল্ডার এবং ঘানার এক স্ট্রাইকারকে। ঘানার এই স্ট্রাইকার বাংলাদেশের এক ক্লাবে খেলেন। নাম মরিসন। দুর্দান্ত খেলেছেন। এছাড়াও আইজলের আশুতোষ মেহতাকেও অফার দিয়েছেন সবুজমেরুন কর্তারা। আশুতোষকে খেলার অফার দিয়েছেন লালহলুদ কর্তারাও। আশুতোষ এখনও ঠিক করেননি কোথায় খেলবেন। মোহনবাগানের আরও অনেক ভারতীয় ফুটবলারও আছেন। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলে খেলা রোমিও ফার্নান্ডেজের দিকেও নজর রয়েছে সবুজমেরুন কোচ সঞ্জয় সেনের।