ওয়েব ডেস্ক :
টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ২৭ জুন আবারও ম্যাথু স্যামুয়েলকে তলব করল মুচিপাড়া থানার পুলিশ। গুরুত্বপূর্ণ কিছু নথিসংক্রান্ত বিষয় নিয়ে এদিন ম্যাথুকে জেরা করা হবে বলে পুলিশ সুত্রের খবর। যে-সব নথি জমা করতে হবে তার মধ্যে রয়েছে ২০১৪ সালে তেহলকা থেকে দেওয়া চাকরিতে নিযুক্ত হওয়া এবং চাকরি থেকে ইস্তফা দেওয়ার সব নথি, নারদা অপারেশনের জন্য নকল পরিচয়পত্র যা ব্যবহার করা হয়েছিল সন্তোষ শংকরণ নামে, ২০১৪ এবং ২০১৫ সালের আয়করের সমস্ত কাগজপত্র, নারদা থেকে যে-সব কর্মীরা ইস্তফা দিয়েছিলেন তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য, ম্যাথুর সাংবাদিক জীবনে যেক’টি মানহানির মামলা হয়েছিল তার সব তথ্য, পারিবারিক সম্পত্তি সম্পর্কিত সব নথি।