ওয়েব ডেস্ক :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে দুজনকে আটক করল কালীঘাট থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এরা মাওবাদী। ধৃতদের নাম সুন্দরী সিং সর্দার ও সুজাতা সিঙ্গুরা। বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডী এলাকায়। পুলিশের দাবি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র।
প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে কোনও অঘটন ঘটানোর জন্যই এই দুজন নাকি কলকাতায় এসেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এখনই কিছু বলতে চাইছেন না তদন্তকারীরা। তবে কি অস্ত্র তাদের কাছ থেকে পাওয়া গেছে তার সঠিক উত্তর দিতে পারেনি পুলিশ।
পুলিশের এক শ্রেণী যখন মাওবাদী ধরার আনন্দে উত্তেজিত ঠিক সে সময় পুলিশের আরেক অংশের দাবি গ্রামাঞ্চল ছেড়ে কি তাহলে এবার কলকাতায় চলে আসছে মাওবাদীরা? নাকি কোনও গুপ্ত পরিকল্পনা রয়েছে এদের? আবার এটাও হতে পারে মাওবাদের সঙ্গে তাদের হয়তো কোনও যোগাযোগই নেই, এমনিই গ্রাম ছেড়ে কলকাতা ঘুরতে এসেছিল দুজনে। আর তাতেই মাওবাদী তকমা দিয়ে আটকে দিল পুলিশ।
তার কারণ এর আগেও এমন কাউকে কাউকে বিশেষ নির্দেশে গ্রেফতার করেছে পুলিশ যাদের মাওবাদের সঙ্গে যোগসাজোশই নেই।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news