নীল বণিক
সিআইডির চাবুক পড়তে পারে যে কোনও সময়। সেই আতঙ্কে প্রহর গুনছেন ভারতী ঘোষের পরিচিত পুলিশ অফিসারেরা। চলতি সপ্তাহেই ভারতী ঘোষের ঘনিষ্ঠ দুই অফিসারকে গ্রেফতার করেছে সিআইডি। তল্লাশি চলছে একাধিক ভারতী ঘোষ ঘনিষ্ঠ পুলিশ কর্মীর বাড়িতে। জেলার বেশ কয়েকজন ওসি, আইসি ও সার্কেল ইন্সপেক্টরের নাম এখন সিআইডির ডায়রিতে। যে কোনও মুহূর্তে তাঁদেরও জেরা করতে পারে সিআইডি। জেলার নিচু তলার অনেক অফিসারের অভিযোগ, ওসি, আইসিদের কি দোষ? এসপির নির্দেশ অনুয়ায়ী কাজ করতে হয় থানার সকলকেই। ভারতী ঘোষের কাজের সম্পর্কে ডিআইজি, আইজিরা সব জানতেন। তাহলে তখন কেন কোনও পদক্ষেপ নেননি তাঁরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan