নিজস্ব সংবাদদাতা :
আবারও শিরোনামে মুম্বইয়ের বড়াপাও বিক্রেতা মঙ্গেশ আহিওয়ালে। এবার তাঁর একদিনের আয় সেনাবাহিনীর কল্যাণে রক্ষামন্ত্রী নির্মলা সীতারমণকে দান করার পণ করলেন তিনি। এজন্য মঙ্গলবার তাঁর দোকানের বড়াপাওয়ের দামও ১৪ টাকা থেকে কমিয়ে ৫টাকা করে দেন মঙ্গেশ, যাতে অনেক বেশি লোক তাঁর বড়াপাও কিনতে পারে। মঙ্গেশ জানান ভারতীয় সেনাদের সকলেই সম্মান করে তবে কয়েকটি বিশেষ দিন ছাড়া তাঁদের কেউ মনে রাখেনা। সাধারন মানুষকে সেনাবাহিনীর মূল্য বোঝাতেই তাঁর এই পদক্ষেপ। বুধবারই তাঁর আয়ের টাকা রক্ষামন্ত্রকে জমা করবেন বলে জানান তিনি। মঙ্গেশ ২০১৫ সালে বিদর্ভে ক্ষরা কবলিত চাষিদের ২০০০০ টাকা দান করে নজর কাড়েন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan