নীল বণিক
কোনও প্রসঙ্গ ওঠেনি তবু শুক্রবার কালীঘাটে দলের কোর কমিটির মিটিং-এ কথাটা বলেই ফেললেন মমতা !
কোর কমিটির বৈঠকে বিজেপি নিয়ে কথা ওঠেনি। ওঠার কথাও না। আলোচনা মূলত সংগঠন আর পঞ্চায়েত ভোট। সেইখানে দলনেত্রীর মুখে হঠাৎ বিজেপির প্রসঙ্গ উঠে আসায় প্রায় সকলেই উৎকর্ণ হয়ে বুঝতে চেয়েছেন ‘দিদি’ কেন এই কথা বললেন!
সাধারণ ভাবে মনে করা হচ্ছে, সরাসরি না বললেও মুকুলের উদ্দেশেই কথাগুলি বলেছেন মমতা। পঞ্চায়েত নির্বাচনে মুকুলকে কোনও বিশেষ দায়িত্ব দেননি। তবে পাঞ্জাবের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে বলে খবর। প্রশ্ন উঠছে পাঞ্জাবের দায়িত্ব তো আগে থেকেই ছিল মুকুলের, তবে আবার নতুন করে কীভাবে দায়িত্ব দেওয়া হবে! মুকুলের ঘনিষ্ঠ মহল বলছে,”পাঞ্জাব আগে থেকেই ছিল, আজ কিছুই দেওয়া হয়নি।” দলের গুরুত্বপূর্ণ এক নেতার কথায়, “মুকুলকে পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে।” কিন্তু সেতো আগেও ছিল! প্রশ্ন শুনে ওই নেতার উত্তর,”আগে ছিল। আবার দেওয়া হল।”
মাঝখানে কি কোনওদিন দায়িত্ব থেকে সরান হয়েছিল? “মাঝখানে কি হয়েছে না হয়েছে বলতে পারব না “।
মুকুলের হাতে পাঞ্জাবের ললিপপ ধরিয়ে রেখে তাঁকে বিজেপিতে যাওয়ার পথ দেখালেন বলেই মনে করছেন দলের ছোট -বড় নেতা-নেত্রীরা। এদিন বৈঠকে মমতা তৃনমুল প্রায় হঠাৎই বলেন, “যাঁরা বিজেপিতে যেতে চান তাঁরা বিজেপিতে চলে যান, আমার আপত্তি নেই। আমি কাউকে জোর করে আটকে রাখতে রাজি নই”।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan