প্রসেনজিত ধর:
মঙ্গলবার হুগলির কংসারীপুর মাঠে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিক, বিধায়ক ও তিন সাংসদ সহ জেলা পরিষদের কর্মাধক্ষ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি ও পৌরসভার পৌরপ্রধানরা। জেলার প্রত্যেক পৌরপ্রধানদের ডেঙ্গু নিয়ে কাজ করার পাশাপাশি সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন তিনি। সরকারি প্রকল্পগুলিতে ঋণ দেওয়ার বিষয়ে জোর দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। ফুরফুরা শরিক ও তারকেশ্বর উন্নয়ন পর্ষদে উন্নয়ন সংস্কার করার কাজ দ্রুত রুপায়ন করতে জেলাশাসককে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে এরপর বর্ধমানে যাবেন মুখ্যমন্ত্রী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan