নিজস্ব সংবাদদাতা :
ত্রিপুরায় বিজেপির জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম কেলেঙ্কারির গন্ধ পেয়েছিলেন। ইউপি-বিহারের উপনির্বাচনে বিজেপির খারাপ ফলে সেই মমতাই উচ্ছসিত হয়ে টুইট করেছেন, বিজেপির শেষের শুরু। জয়ী এবং এগিয়ে থাকা প্রার্থীদের অভিনন্দনও জানিয়েছেন। মুকুল বলেছেন, “ওঁর আহ্লাদিত হয়ে লাভ নেই, ওঁকে কেউ জোটে নেবে না।’ ” উল্লেখ্য মমতা টুইটে কোনও রাজনৈতিক দলকে অভিনন্দিত করেন নি। বরং আলাদা করে প্রার্থীদের নাম করে অভিনন্দন জানিয়েছেন। প্রতিপক্ষের জয়কে ছোট করে দেখানো (ইভিএম কেলেঙ্কারি, ত্রিপুরা ছোট রাজ্য, বিজেপির জয় নয়, সিপিএমের আত্মসমর্পণ ইত্যাদি) এবং পরাজয় নিয়ে উচ্ছাস মমতার মতো দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিককে মানায় না বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পশ্চিমবঙ্গে ভাবা যায় কোনও এক উপনির্বাচনে রাজ্যের শাসক দল হেরে যাচ্ছে! এই প্রশ্নটিও উঠছে। মুকুল বলেছেন, রাজনৈতিক সততা কাকে বলে বিজেপির থেকে শেখা উচিত মমতার। তাঁর বক্তব্য, “মানুষের রায়কে সম্মান দিতে যেভাবে স্বচ্ছ ও অবাধ ভোট হয়েছে তা শিক্ষণীয়।” তিনি বলেন, পশ্চিমবঙ্গে এটা ভাবা যায়!”
মুকুলের কথায়, একদিকে মোদি আর একদিকে সবাই, বিরোধীদের এই কৌশলই মোদিকে আরও বেশি উচ্চতায় নিয়ে গেছে।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan