ঈষানিকা ভোরাই
এতদিন যে কথা শোনা যেত সঞ্জয় বুধিয়া, সঞ্জীব গোয়েঙ্কা বা হর্ষবর্ধন নেওটিয়ার মত শিল্পপতিদের মুখে, এবার সেই কথাই শোনা গেল জিন্দাল কর্ণধার সজ্জন জিন্দালের গলায়।
সজ্জন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দেশ বিদেশের শিল্পপতিদের কাছে এই রাজ্যে বিনিয়োগের আহ্বান জানালেন একেবারে ভূমিপুত্রের মত! এতদিন বেঙ্গল গ্নোবাল বিজনেস সামিট হোক বা বিদেশের মাটিতে শিল্প সম্মেলন, রাজ্য সরকারের পাশাপাশি বুধিয়া, নেওটিয়ারা এই রাজ্যে শিল্প স্থাপনের জন্য আহ্বান জানাতেন। তাঁদের বক্তব্য ছিল, তাঁরা দীর্ঘদিন ধরেই এ রাজ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে শিল্প স্থাপনে বর্তমান মুখ্যমন্ত্রীর ‘ঐকান্তিক প্রয়াস’ রাজ্যজুড়ে একটা শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। এবার সেই মনোভাবই ফুটে উঠল জিন্দাল প্রধান সজ্জন জিন্দালের গলায়। শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আগামীদিনে শিল্পপতিদের গন্তব্য হওয়া উচিত পশ্চিমবঙ্গ। ২০১৬ সালে শিলান্যাস করার পর মাত্র দু’বছরের মধ্যে ৮০০ কোটি টাকা ব্যয়ে শালবনির সিমেন্ট কারখানা তৈরি ও উদ্বোধন সম্ভব হয়েছে। তাতে আশ্বস্ত জিন্দাল কর্ণধার। আর সেই কারণেই তিনি অন্যান্য শিল্পপতিদের এরাজ্যে বিনিয়োগের জন্য আহবান করছেন বলে মনে করছেন রাজ্য শিল্পমন্ত্রকের সঙ্গে যুক্ত কর্তারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2018/01/whistle-blower-of-kolkata-questions-mishras-singur-verdict/
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news