ঈষাণিকা ভোরাই
শোভনের স্বস্তি।
তবে আপাতত।
মন্ত্রীত্ব খোয়াবেন, মেয়রপদ খোয়াবেন, নিজেই পদত্যাগ করবেন, এমনকি দলও ছাড়বেন, বিজেপিতে যোগ দেবেন… এমন বিবিধ সম্ভাবনা ও জল্পনার মধ্যে ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করলেন শোভন। গুটিগুটি পায়ে ক্ষমা চেয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। মুখ্যমন্ত্রী দার্জিলিঙের জন্য রওনা দেওয়ার আগে তাঁর বাড়িতে গিয়ে পৌঁছলেন কাঁচুমাচু কানন। দলনেত্রীর থেকে ক্ষমা চাইলেন। সূত্রের খবর, মমতা তাঁকে শুধরে নেওয়ার শেষ সুযোগ দিয়েছেন। বলেছেন দ্রুত সামলে যেতে। তিনি আর কোনও বেয়াদবি বরদাস্ত করবেন না। বাধ্য ছেলের মতো মাথা নেড়েছেন শোভন।
ফলতঃ এখনই কোনও শাস্তির খাঁড়া নেমে আসছে না কাননের ওপর। তাঁর মন্ত্রীত্ব ও মেয়রপদ আপাতত সুরক্ষিত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan