নীল বণিক :
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু উন্নয়নের দাবিকে চ্যালেঞ্জ করলেন মুকুল রায়।
বৃহস্পতিবার, ধর্মতলায় বিজেপির সংখ্যালঘু সেলের সভায় মুখ্যমন্ত্রীকে মুকুলের প্রশ্ন কতজন সংখ্যালঘুকে চাকরি দিয়েছে মমতার সরকার?
তিনি বলেন, “বিগত ৬ বছরে কতজন সংখ্যালঘুর চাকরি হয়েছে সেই তালিকা প্রকাশ করুন মুখ্যমন্ত্রী।” তালিকা প্রকাশ করলেই রাজ্য সরকারের মুখোশ খুলে যাবে বলে দাবি মুকুল রায়ের। মুকুল বলেন, “তখন অার মুখ্যমন্ত্রী সংখ্যালঘু-উন্নয়ন নিয়ে ফিরিস্তি দেবেন না।” এমনিতে রাজ্যের সংখ্যালঘু অংশের সঙ্গে মুকুলের যোগাযোগ নিবিড়। এই অংশের বহু সাধারণ মানুষের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও খুব ভাল। অনেক সংখ্যালঘু ধর্মগুরুর সঙ্গেও মুকুলের যোগাযোগ ব্যক্তিগত পর্যায়ে। তবে মুকুল বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যালঘুদের একটি অংশ তাঁর প্রতি সন্দিহান বলেই খবর। সেই সব অংশের কাছেও নিজেকে প্রমাণ করার দায় মুকুলের রয়েছে। শুধু মুখে সংখ্যালঘু উন্নয়নের কথা বলে যে আসল উন্নয়ন হয় না শুধুমাত্র সংখ্যালঘুদের ভোট আদায় হয়, সেই কথাই এখন সংখ্যালঘুদের বোঝাতে চাইছেন মুকুল। রাজ্যের এই অংশের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ থাকার ফলে তিনি এঁদের মনোভাব জানেন। এঁদের কোথায় ক্ষোভ, কোথায় অভিমান তা মুকুলের জানা। বিজেপির মঞ্চ থেকে ঠিক এই জায়গাটাই ছুঁতে চাইছেন মুকুল রায়। রাজ্যে কাজ পাওয়ার ক্ষেত্রে সংখ্যালঘুরা যে বঞ্চিত এ কথা সংখ্যালঘুদের মনের কথা।
কিছুদিন আগে ফুরফুরা শরিফের একটি অনুষ্ঠানে ত্বহা সিদ্দিকি একটি ব্যানার টাঙিয়েছিলেন। তাতে লেখা ছিল সমাজের পিছিয়ে পড়া এবং পিছিয়ে রাখা মুসলিম…। এই ‘পিছিয়ে রাখার’ ক্ষোভটাকেই ছুঁতে চাইছেন মুকুল। এদিন মুকুল বলেন,”সংখ্যালঘুদের চাকরি প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের জমানাতেই হয়েছে। বর্তমান রাজ্য সরকারের অামলে সংখ্যালঘুদের চাকরির হাল সব থেকে খারাপ।” মুকুলের আরও অভিযোগ সংখ্যালঘুদের চাকরির দিকে সরকারের মন নেই বরং সুকৌশলে বিভেদ তৈরি করে রাজ্যে ডিভাইড এন্ড রুল কায়েম করছে মমতার সরকার।
“বিভেদ তৈরি করেই মমতা বন্দোপাধ্যায় বাংলার ক্ষমতায় থাকতে চাইছেন। তবে এবার এই কৌশল খাটবে না”, বলেন মুকুল। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর চ্যালেঞ্জ, “সামনেই পঞ্চায়েত ভোট। সংখ্যালঘুরা ভোট দিতে পারলেই মমতা বুঝতে পারবেন সংখ্যালঘুরা কার সঙ্গে অাছেন।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan