দেবক বন্দ্যোপাধ্যায় :
কুপন কাণ্ড উস্কে দিলেন অরুণাভ ঘোষ। ইতিমধ্যে সিপিএম নেতা গৌতম দেব মুকুলকে কুপন কাণ্ডের কথা মনে করিয়ে দিয়েছেন। বলেছেন, ‘মুকুল কবে কুপন নিয়ে বলবে শুনব।’ সম্প্রতি চ্যানেল হিন্দুস্তানের ক্যামেরার সামনে এই বিষয়ে মুখ খুললেন রাজ্য রাজনীতির হুইসিল ব্লোয়ার অরুণাভ ঘোষ। অরুণাভর বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের পুজোতে চিটফান্ড যোগ বা বিশ্ববাংলার মালিক অভিষেক, এই ধরণের বক্তব্য তেমন মারাত্মক কিছু না। তবে মারাত্মক অস্ত্র মুকুলের কাছে আছে। অরুণাভর মতে বড় বিস্ফোরণ ঘটাবার আগে মুকুল এখম সাধারণ শব্দবাজি ফাটাচ্ছে। তাঁর কথায়, “মুকুল কে আমি ভাল করে চিনি। ও বলবে। ও সেইদিকেই এগোচ্ছে।” তাঁর বক্তব্য, মুকুল রায় জানাবেন যে কুপন কাণ্ডের ৩৪ কোটি টাকা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এসেছেন। অরুণাভর কথায়, এরপরেই নানা রকম রাজনৈতিক চাপ তৈরি হবে।
ঠিক কি বলেছেন অরুণাভ ঘোষ? জানতে দেখুন সঙ্গের ভিডিয়ো।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan