ঈষানিকা ভোরাই :
সুদুর মধ্যপ্রাচ্য থেকে আমন্ত্রণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুবাইয়ে অনুষ্ঠিত অষ্টম বার্ষিক বিনিয়োগ বৈঠকে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য ও শিল্পমন্ত্রকের আন্ডার সেক্রেটারি আবদুল্লাহ এ-আল সালাহ্। এ বছর ৯ থেকে ১১ এপ্রিল হবে এই বৈঠক। সেখানেই পশ্চিমবঙ্গকে অন্যতম অংশগ্রহণকারী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। দুবাইয়ের এই বার্ষিক বিনিয়োগ সম্মেলন আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনগুলির মধ্যে একেবারে প্রথম সারির।ফলে এই ধরনের একটা বৈঠকে আরব আমিরশাহীর রাজার পক্ষ থেকে আসা আমন্ত্রণের চিঠি পেয়ে বেশ উল্লসিত নবান্নের শীর্ষ কর্তারা। তাঁদের মতে এ রাজ্যে শিল্প স্থাপনে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ও আগ্রহই সুদুর আরব থেকে এই আমন্ত্রণ বয়ে এনেছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news