Breaking News
Home / TRENDING / কলকাতা পুরসভা: পুরনো টিম নিয়েই উন্নততর তৃণমূলের দিকে মমতা

কলকাতা পুরসভা: পুরনো টিম নিয়েই উন্নততর তৃণমূলের দিকে মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতা পুরসভার নির্বাচনের পর নতুন বোর্ড গঠনে পুরনো টিমের ওপরেই আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের ব্যাখ্যায় ববি-অতীন-মালাদের নিয়ে উন্নততর তৃণমূল গড়তে চাইছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের আইপ্যাকের সৌজন্যে কোনও নতুন ঘরানার রাজনীতি নয়, পুরনোকে সঙ্গী করেই আগামীর পথচলা শুরু করবেন মমতা। তবে সেই ইঙ্গিত মিলেছিল ২৬ নভেম্বর কলকাতার পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিন। তার দ্বিতীয় সংস্করণ চোখে পড়ল বৃহস্পতিবার। এদিন মহারাষ্ট্র নিবাস হলে দলীয় আলোচনায় তাঁর নামই উঠে আসে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মেয়র হিসেবে ফিরহাদের নাম ঘোষণা করেন। সকলের সমর্থন আছে কি না জানতে চান। একই প্রশ্ন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকলেই সমর্থন জানান। এরপরই আনুষ্ঠানিক সিলমোহর পড়ে ফিরহাদ হাকিমের মেয়র পদে। ডেপুটি মেয়র পদেও আনা হল অতীন ঘোষকে। এর আগেও এই দায়িত্ব সামলেছেন তিনি। ১২ জন হচ্ছেন মেয়র পারিষদ। পুরসভার চেয়ারপার্সন থাকছেন মালা রায়। মেয়র নির্বাচিত হওয়ার পর ফিরহাদ হাকিম প্রণাম করেন দলনেত্রীকে। তাঁর মাথায় হাত রেখে নেত্রী আশীর্বাদ করে বলেন, ‘’ভাল করে কাজ করো।’’ ১২ জন মেয়র পারিষদের নামও ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। নতুন চারজন এসেছেন এই দায়িত্বে। তালিকায় রয়েছেন –

টিম মমতার মেয়র পারিষদ ও বরো চেয়ারম্যানরা

দেবাশিস কুমার

দেবব্রত মজুমদার

তারক সিং

স্বপন সমাদ্দার

সন্দীপ রঞ্জন বক্সি

আমিরুদ্দিন ববি

মিতালী বন্দ্যোপাধ্যায়

সন্দীপন সাহা

অভিজিৎ মুখোপাধ্যায়

রাম পেয়ারে রাম

জীবন সাহা

বৈশ্বানর চট্টোপাধ্যায়

কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান

বরো ১ – তরুণ সাহা

বরো ২- শুক্লা ভোড়

বরো ৩ – অনিন্দ্য রাউত

বরো ৪ – সাধনা বোস

বরো ৫ – রেহানা খাতুন

বরো ৬- সানা আহমেদ

বরো ৭ – সুস্মিতা ভট্টাচার্য

বরো ৮ – চৈতালি চট্টোপাধ্যায়

বরো ৯ – দেবলীনা বিশ্বাস

বরো ১০ – জুঁই বিশ্বাস

বরো ১১ – তারকেশ্বর চক্রবর্তী

বরো ১২ – সুশান্ত ঘোষ

বরো ১৩ – রত্না শূর

বরো ১৪ – সংহিতা দাস

বরো ১৫ – রণজিৎ শীল

বরো ১৬ – সুদীপ পোল্লে

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *