নীল বণিক :
উত্তর ভারতের গণ্ডি ছাড়িয়ে এবার দক্ষিণে মহারাজা এক্সপ্রেস। দক্ষিণের মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী, কেরালার মতো দক্ষিণের বেশ কয়েকটি স্থানে মহারাজা এক্সপ্রেস ঘুরবে। এমনতিতেই এই মহারাজা এক্সপ্রেস মধ্যবিত্তের নাগালের বাইরে। এবার মহারাজা এক্সপ্রেসেও মধ্যবিত্তের আওতায় আনছে ভারতীয় রেলের আইআরসিটিসি বিভাগ। সংস্থার জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র জানান এই ট্রেনটি বিশ্বের সবথেকে বিলাসবহুল ট্রেন। তবে এতদিন এই ট্রেনের যাত্রীর বেশিরভাগই ছিল বিদেশি। দেশের ভ্রমণপ্রেমীদের জন্য মহারাজা এক্সপ্রেসের ভাড়া কমাচ্ছে আইআরসিটিসি। ভাড়া কমালেও মহারাজা এক্সপ্রেসের পরিষেবাতে কোনওরকম ঘাটতি রাখবে না আইআরসিটিসি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news