ওয়েব ডেস্ক :
ধৌলাগিরিতে (২৬৭৯৪ ফুট) বাঙালির শৃঙ্গ জয়ের পতাকা ওড়ালেন দীপঙ্কর ঘোষ। তিনিই প্রথম এই শৃঙ্গ জয়ের রেকর্ড করলেন। বালি বেলা নগরের বাসিন্দা দীপঙ্কর এর আগে এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা, মাকালু ইত্যাদি জয় করেছিলেন।
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ধৌলাগিরি। এর উচ্চতা এভারেস্টের থেকে কম হলেও পথ কিন্তু অনেক বেশি দুর্গম। গতবছর ধৌলাগিরি অভিযানে গিয়ে মৃত্যু হয়েছিল রাজীব ভট্টাচার্যর। এর দু’বছর আগে ধৌলাগিরি অভিযানে গিয়ে দেবাশিস বিশ্বাস এবং বসন্ত সিংহরায় ফিরে এসেছিলেন মৃত্যুমুখ থেকে।
শনিবার বিকেল সাড়ে চারটেয় দীপঙ্কর ধৌলাগিরি অভিযানে সফল হন। তার আগে অভিযান শুরু করেছিলেন কিন্তু প্রবল তুষারপাতে ফিরে আসতে বাধ্য হন। দ্বিতীয়বারের চেষ্টায় তিনি সফল।