চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গোয়া সফরের দ্বিতীয় দিনে চমক দিল তৃণমূল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ, কংগ্রেস নেত্রী নাফিসা আলী ও গোয়ার ব্যবসায়ী মৃণালিনী দেশপ্রভু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। শুক্রবার এই খ্যাতনামা মানুষদের তৃণমূলে যোগদান করিয়ে গোয়া দখলের হুঙ্কার ছেড়েছেন। তিনি বলেছেন, “আমি অভিন্ন ভারতে বিশ্বাস করি। আমি এখানে বহিরাগত নই। সারা ভারত আমার। একটা দলের নেত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে দেশের যে কোনও জায়গায় যে কোনও সময় যেতে পারি। আমিও গোয়ার সন্তান।” গোয়ায় তৃণমূলের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ”খুব তাড়াতাড়ি বিজেপিকে ব্ল্যাকলিস্টেড করে দেব। উত্তরপ্রদেশ, ত্রিপুরায় আমাদের যেতে দেওয়া হয় না। কিন্তু এভাবে আটকানো যাবে না। গোয়ায় মুখ্যমন্ত্রী হতে আসিনি, সাইনবোর্ড হতেও আসিনি।” তিনি আরও বলেন, ”আমি এখানে আসার পর ওরা (বিজেপি) কালো পতাকা দেখিয়েছিল। পালটা আমি ওদের – নমস্তে বলে অভিনন্দন জানিয়েছি।” বাংলার সঙ্গে গোয়ার মিলের কথা উল্লেখ করে মমতা বলেন, ”মাছ, ফুটবল, লোকসংস্কৃতি – বাংলার সঙ্গে গোয়ার এই তিনটি বিষয়ে খুব মিল। আমার খুব ভাল লাগছে এখানে এসে। ১০ বছর আগে রেলমন্ত্রী থাকার সময়ও একবার এসেছিলাম। এখানকার চলচ্চিত্র উৎসব খুব বিখ্যাত।”