চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স –
বনি সেনগুপ্তের সূত্র ধরেই আলাপ কুন্তলের সঙ্গে। এমনকি কুন্তলের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যখন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে টলিউড অভিনেতা বনিকে জেরা করছে, তখন এই কথা জানালেন বনির বান্ধবী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার ইডি তলব করেছিল টলিউড অভিনেতা বনিকে। একদিন আগে, বৃহস্পতিবারেই ইডির দফতরে হাজিরা দিতে চলে যান অভিনেতা। ইডি সূত্রের বক্তব্য, দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলের ব্যাঙ্কের নথিতে বনির নাম পাওয়া গিয়েছে। তার পরেই তাঁকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠিয়েছে ইডি।
এই বিষয়টি নিয়ে বনির বান্ধবী কৌশানীর বক্তব্য কী? প্রশ্নে করা হলে অভিনেত্রী জানান, তিনিও কুন্তল ঘোষের অনুষ্ঠানে গিয়েছেন। বনির মাধ্যমেই তাঁর সঙ্গে আলাপ হয়েছিল কৌশানীর। কৌশানীর কথায়, ‘‘আমি অভিনেত্রী, ও অভিনেতা। ও ছবি করবে কি ইভেন্ট করবে কি মিউজিক ভিডিয়ো করবে, সেটা ওর বিষয়। আর কেউ এসে যদি প্রস্তাব দেয় যে, আমার সঙ্গে কাজ করো, আমি এই টাকা দেব, তাতে তো কোনও অন্যায় নেই! এ ক্ষেত্রে তো কেউ আঙুল তুলতে পারে না! কারণ, এটাই আমাদের পেশা। ওর সঙ্গে কুন্তল ঘোষের চেনাশোনা ছিল। কাজের সম্পর্ক ভাল ছিল। কাজ করেছে, এটাই তো। কিন্তু উনি (কুন্তল) দুর্নীতির সঙ্গে যুক্ত বা কী খারাপ কাজ করেছেন, সেটা তো কেউ স্বপ্নেও ভাবতে পারে না।’’
এর পরে কৌশানী আরও জানান, তিনিও কুন্তলের সঙ্গে কাজ করেছেন। কৌশানী বলেন, ‘‘আমরা আমাদের কাজ করেছি। আমি একটা-দু’টো ইভেন্টে গিয়ে থাকতে পারি ওঁর এলাকায়। আমি একশোটা লোকের ইভেন্ট করি। সবচেয়ে বেশি ইভেন্ট এবং শো করি। প্রচুর মাচা করি। আমি যদি কারও মাচায় গিয়ে থাকি, তা হলে তার সঙ্গে এই ঘটনা মেলানোর কোনও যৌক্তিকতা। কোনও লেনদেনও থাকতে পারে না।’’
একই সঙ্গে বনির হয়ে সাফাই দিয়ে কৌশানী বলেন, ‘‘কথা হয়েছিল টাকা নিয়ে ছবি করার। উনি (কুন্তল) সেটা যে করে উঠতে পারেননি, সেটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। প্রাথমিক ভাবে চুক্তির জন্য টাকার কথা হয়েছিল। উনি টাকা দিতে পারেননি। তার বদলে বনির গাড়ি এসেছে। এর সঙ্গে দুর্নীতির কোনও যোগ নেই। যা যা নথি চাওয়া হবে, বনির তরফে সব দিয়ে সহযোগিতা করা হবে।’’
বৃহস্পতিবার ইডির প্রথম দফা জিজ্ঞাসাবাদের পরে সংবাদমাধ্যমকে বনি বলেন, ‘‘উনি (কুন্তল) আমাকে একবারই (টাকা) দিয়েছিলেন। পাঁচ বছর আগে একটা গাড়ি কিনেছিলাম। উনি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন।’’
কিন্তু কত টাকা দিয়েছিলেন কুন্তল? সরাসরি সে কথার উত্তর দেননি বনি। তবে সংবাদমাধ্যম তাঁকে ৩৫- ৪০ লক্ষ টাকা বলায় তিনি বলেন, ‘‘ওই রকমই।’’ একই সঙ্গে বনি বলেন, ‘‘ডিসকভারি (গাড়ির ব্র্যান্ড) কিনেছিলাম। উনি নগদে টাকাটা দিতে চেয়েছিলেন। আমিই বলেছিলাম, ব্যাঙ্কে দিন। আমার সঙ্গে ভাল সম্পর্ক থাকায় উনি তা-ই করেছিলেন। তবে এখন ওই গাড়ি আমার কাছে নেই। পাঁচ বছর হয়ে যাওয়ায় আমি গাড়িটা বিক্রি করে দিয়েছি।’’ এইসব ঘিরেই এখন টলিউডের জল্পনা তুঙ্গে।