ঈষাণিকা ভোরাই
দু’বছর আগে রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক মুখেই ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল। সরকারি হিসাবে প্রাণ হারিয়েছিলেন ২৭ জন, আহতের সংখ্যা ছুঁয়েছিল প্রায় ১০০। অভিযোগ উঠেছিল নিম্নমানের সামগ্রী ব্যবহারের। এই নিম্নমানের সামগ্রী সরবরাহের ক্ষেত্রে অভিযোগের তির ছিল উত্তর কলকাতার এক তৃণমূল বিধায়কের পরিবারের দিকে। রাজ্য জুড়ে এটাকেই ভোটের ইস্যু করে তোলে বিরোধীরা। ব্রিজ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তড়িঘড়ি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তদন্ত কমিটির রিপোর্ট এখনও দিনের আলো দেখেছে কি না, হলপ করে সে কথা বলতে পারছেন না কেউই। তবে এই তদন্ত কমিটির পাশাপাশি পরবর্তীকালে মুখ্যসচিবের নেতৃত্বে আরও একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। এই দ্বিতীয় কমিটির কাজ ছিল, ভেঙে পড়া উড়ালপুল আবার কিভাবে তৈরি করা যায় বা ঐ উড়ালপুলের ভবিষ্যৎ কি তা নির্ধারণ করা। সূত্রের খবর,
উপায় নেই তাই বিবেকানন্দ ফ্লাইওভার ভেঙে ফেলার সিদ্ধান্তই নিয়েছে মুখ্যসচিবের নেতৃত্বাধীন এই কমিটি। এক্সপার্ট কমিটির এই সুপারিশের পর এই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। নবান্ন মনে করছে, দূর্বল এই ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল সম্ভব নয়। এইভাবে ফ্লাই ওভার ফেলে রাখাও বিপজ্জনক। সেইজন্য ফ্লাইওভার ভেঙে ফেলা দরকার। নবান্ন সূত্রের খবর, আগামী সপ্তাহেই মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট জমা পড়বে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী অনুমতি দিলেই বিবেকানন্দ ফ্লাইওভার ভাঙবার কাজ শুরু হবে বলে খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan