Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গল সমর্থকদের ফেস টু ফেস খালিদ জামিল। কী কথা?‌ ক্লিক করুন

ইস্টবেঙ্গল সমর্থকদের ফেস টু ফেস খালিদ জামিল। কী কথা?‌ ক্লিক করুন

নিজস্ব সংবাদদাতা :

কোচের ভুল স্ট্যাটেজির বিরুদ্ধে সমর্থকদের বিক্ষোভ , আজ ইস্টবেঙ্গলের মিডিয়ারুমে জনা পঞ্চাশেক সমর্থকদের প্রশ্নের উত্তর দিলেন ইস্টবেঙ্গলের কোচ খালিদ জামিল ।

•আমনার চোটের পরেও ডার্বিতে একগোলে হারতে থাকা ম্যাচেও বাজ্জোর মত একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে নামালেন কেন ?
খালিদ:‌ এটা প্রি-ডিসাইডেড ছিল । আমনার চোটের পরেও নব্বই মিনিট বাকি ছিল । অনুশীলনে ঠিক করেছিলাম কোনও বিদেশীর পরিবর্তনে আর একজন বিদেশী অর্থাৎ বাজ্জোই নামবে । পরে বুঝেছিলাম , বাজ্জোকে নামানো উচিৎ হয়নি । সেদিন এই ডিসিসনটা ক্লিক করেনি ।
•একগোলে হারা অবস্হায় লোবোর মত অ্যাটাকিং মিডফিল্ডারকে বেঞ্চে বসিয়ে রাখলেন কেন ?
খালিদ:‌ লোবোকে এমরশুমে এখনও একটা ম্যাচও পুরো নব্বই মিনিট খেলাইনি । তাই ওকে নামাতে চাইনি । আর তখন মাঝমাঠে রফিকও খেলছিল । রফিক- লোবো জুটি এমরশুমে এখনও পরিক্ষীত নয় । এখন বুঝছি , লোবোকে নামালেই ভাল হত ।
•প্লাজা অফফর্মে বহুদিন । তবুও প্লাজাকে এ মরশুমে পুরোটা বয়ে বেড়ালেন কেন ?
খালিদ:‌ প্লাজা আমার পছন্দের ফুটবলার । প্রথমে ভেবেছিলাম ও ক্লিক করবে । মাঝেমধ্যে , ফুটবলারদের এরকম অবস্হা হতে পারে । আমনা ছাড়া দলের সব বিদেশীকেই আমি নিজে পছন্দ করেছি । চার্লসও ক্লিক করল না , এই ব্যার্থতার দায় আমার । অন্য কাউকে দোষারোপ করবেন না । এখন তো প্লাজার বদলি নেওয়া হচ্ছে ।

• ডার্বিতে এতটা খারাপ এখনও খেলিনি । চিরপ্রতিদ্বন্দী ক্লাবের সমর্থকদের কাছে মুখ দেখানো অসম্ভব হয়ে উঠেছে।
খালিদ:‌ কলকাতার আবেগটাকে বুঝি । দলটাকে আরও ভালভাবে তৈরী করা যেত । আমি পারিনি , এর দায় আমারই । এরকম খেলার জন্য আমি দুঃখিত । তবে , আইলিগ এখনও ওপেন । অনুশীলনে সকলে এসে সমর্থন করুন । আশা করি মরশুমের শেষে আমরা হতাশ করব না ।
এছাড়া সমর্থকদের আরও বলেন , ‘ ফুটবলারদের আক্রমণ করবেন না । এই দলের ব্যার্থতার দায় পুরোটাই আমার । আমাকে বলুন, অন্য কাউকে নয় ।
এছাড়া মিডিয়ার কাছে নিজের খারাপ ব্যাবহারের জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি । বলেছেন , ‘ উত্তেজনার বশে খারাপ কথা বলে ফেলেছি। এর জন্য দুঃখিত।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *