নীল বণিক
কানাড়া ব্যাঙ্কে আর্থিক কেলেঙ্কারীতে যুক্ত প্রভাবশালীদের ধরতে কৌস্তভ রায় ও শিবাজী পাঁজাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের ছয় সদস্যের একটি বিশেষ দল এই জেরা করবেন বলে সূত্রের খবর। তিনটি বিভাগে কেন্দ্রীয় গোয়েন্দারা শিবাজী পাঁজা ও কৌস্তভ রায়কে জেরা করা হবে বলে জানা গিয়েছে। তদন্তকারী অফিসারেরা মনে করছেন, রাজ্যের এক প্রভাবশালীর উদ্যোগে বিদেশে টাকা সরিয়েছেন এক সময়ের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ দুই শিল্পপতি। এছাড়াও দেশের ভিতর শিবাজী পাঁজা ও কৌস্তভ রায়ের নামে-বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির খোঁজে দুজনকে নিয়ে তল্লাশি অভিযান শুরু করতে চান সিবিআইয়ের আধিকারীকরা। তাছাড়া এই দুই শিল্পপতির দ্বারা রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব কিভাবে লাভবান হয়েছিল তাও জানতে চান তদন্তকারীরা। বিদেশে টাকা পাচারে তাঁরা শিবাজী ও কৌস্তভকে কিভাবে সাহায্য করেছিলেনতারও তদন্ত করবে সিবিআই। ব্যাঙ্ক প্রতারণা কান্ডে মদত দাতাদের আগে চিহ্নিত করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দারা। সেজন্যই মুখ্যমন্ত্রীর এক সময়ের ঘনিষ্ঠ শিল্পপতিকে মুখোমুখি বসিয়ে জেরার প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan