ওয়েব ডেস্ক:
অবশেষে যাবতীয় সংঘাতের অবসান! আগামীকাল কালীপুজোর দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল। সূত্রের খবর, সঙ্গে থাকছেন রাজ্যপালের স্ত্রীও। শক্তি আরাধনার দিনেই মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনখড়। আগে জানা গিয়েছিল, ভোইফোঁটার দিন মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন রাজ্যপাল। কিন্তু এবার নিজের বাড়ির কালীপুজোতে রাজ্যপালকে নিমন্ত্রণ জানালেন নেত্রী। সেই ডাকে সারাও দিয়েছেন জগদীপ ধনখড়।
শনিবার বারাসতের একটি কালীপুজোর উদ্বোধনে এসে সে কথা নিজেই সংবাদমাধ্য়মকে জানিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম ভাইফোঁটার দিন তাঁর বাড়ি যেতে চাই।” শনিবার রাজ্যপাল আরও বলেন, “উত্তরবঙ্গ থেকে ফিরেই চিঠির উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আমাকে এবং আমার স্ত্রীকে ২৭ অক্টোবর নিজের বাড়ির পুজোয় আমন্ত্রণ জানিয়েছেন। এই ব্যক্তিগত পত্রের পর আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আর কোনও প্রশ্নের উত্তর দিতে চাই না।”
অর্থাৎ দু-তরফেই এক্ষেত্রে সৌজন্য দেখাচ্ছে। অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোতে এবার মন্ত্রীদের সঙ্গে রাজ্যের রাজ্যপালকেও দেখা যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news