নীল বণিক :
অমিত শাহর নির্দেশেই উত্তরবঙ্গে যাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়। উত্তরবঙ্গে মোট চারদিন থাকবেন তিনি। এমনিতেই দক্ষিণের থেকে উত্তরে সংগঠন বেশ ভালো পদ্ম শিবিরের। আসন্ন পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গে ভাল ফল করতে উত্তরের প্রত্যেকটি জেলার জন্য পৃথক কৌশল নিচ্ছে গেরুয়া শিবিরের দিল্লির নেতারা। সূত্রের খবর, অমিত শাহর নির্দেশেই উত্তরে দলের রণকৌশল ঠিক করতে চার দিনের সফরে যাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়। জলপাইগুড়িতে তিনি যেমন বুথ সম্পর্ক অভিযানে যাবেন, তেমনই আলাদা আলাদা করে প্রত্যেকটি মণ্ডল কমিটির সঙ্গেও বৈঠক করবেন কৈলাসজি। এছাড়াও বীরপাড়াতে বন্ধ চা বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কোচবিহারের দিনহাটাতে একটি সভা করবেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। তারপর সেখানে শাসক দলের হাতে আক্রান্তদের বাড়িতে দেখা করতে যাবেন তিনি। ছিট মহলের বাসিন্দাদের সঙ্গে দেখা করে বর্তমান কেন্দ্রীয় সরকারের উদ্বাস্তু নীতিরও প্রচার করবেন কৈলাস বিজয়বর্গীয়। এইভাবেই উত্তরবঙ্গে তৃণমূলকে চাপে রাখতে পালটা কর্মসূচি নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।