ওয়েব ডেস্ক:
জেলেই যাবেন সুব্রত। সারদা থেকে নারদা কোনওটাই পিছু ছাড়বে না তাঁর।
এমনটাই দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান অনুষ্ঠানে শাসক দলের নেতা নেতৃদের একহাত নিলেন তিনি।
সুব্রত মুখোপাধ্যায়কে হুমকির সুরে কৈলাস বিজযবর্গীও বলেন আগামী দিনে উনি জেলে যাবেন। তার মুখে রাজ্যপালের নিন্দা মানায় না। সেই সঙ্গে দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার বক্তব্যকেও খারিজ করেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা।
প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে রাহুল সিনহা মন্তব্য করেছেন রাজ্যপাল প্রধানমন্ত্রীর প্রতিনিধি। তাঁর মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সেই বিতর্কের অবসান ঘটাতেই রাহুল সিনহার বক্তব্যকে খারিজ করেন কৈলাস বিজযবর্গীও।
রাজ্যের শাসক দল তৃণমূল নতুন করে রাজ্যে আধিপত্য বিস্তার করতে চাইছে । তার জন্যই শান্তি রক্ষা কমিটি নামে দলের ক্যাডারদের জায়গা করে দেওয়া হচ্ছে। এতে রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
সামনেই পন্চায়েত ভোট । তাই দল ভাঙানোর খেলাতে পদ্ম শিবির। বৃহস্পতিবার দুপুরে বিজেপির রাজ্য সদর দফতরে উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক তৃণমূল কর্মী ও নেতারা বিজেপিতে যোগদান করেন । তাদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন