ওয়েব ডেস্ক:
জিও জি ভরকে, এখন জিও জি ভড়কে! কয়েকদিন আগেই জিও ফোনের ঘোষণা হয়ে গেল। তা হোক ক্ষতি নেই। ভালই তো। কিন্তু যাঁরা হোয়াটসাপে অভ্যস্ত হয়ে উঠেছেন, তাঁরা কী করবেন! মানে! বিস্ময় প্রকাশের কিছু নেই। জিও ফোন থেকে হোয়াটসাপে চ্যাট করা যাবে না। কেন! কেন? কারণ, জিও হোয়াটসাপ-ই থাকছে না। সেই জায়গায় থাকছে জিও চ্যাট আপ। এই দিয়েই চ্যাট করতে পারবেন জিও গ্রাহকেরা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন