ওয়েব ডেস্ক:
ইসরোর নয়া সাফল্য। এবার পৃথিবীর ৮ দেশের ৩১ স্যাটেলাইট মহাকাশে পাঠালো ভারতীয় গবেষণা সংস্থাটি। এর মধ্যে রয়েছে একা আমেরিকারই ২৩টি স্যাটেলাইট। বৃহস্পতিবার সকালে ৩১টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে গেল ইসরোর পিএসএলভি সি ৪৩ মহাকাশযান। যাতে রয়েছে ৮ দেশের মাইক্রো ও ন্যানো স্যাটেলাইট। এর মধ্যে ভারতের জন্য পাঠানো হয়েছে একটি বিশেষ উপগ্রহ, যেটির কাজ হবে দূষণ পর্যবেক্ষণ করা।

সূত্রের খবর, পিএসএলভি সি৪৩-এর মাধ্যমে দুটি কক্ষপথে ৩১ টি উপগ্রহকে স্থাপন করা হবে। যার মধ্যে ভারতের উপগ্রহ হাইপার স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট দূষণে নজরদারিতে সাহায্য করবে। এছাড়াও এই উপগ্রহ কৃষি, বন, ভূতত্ত্ব এবং উপকূল এলাকা পর্যবেক্ষণেও কাজে আসবে। উপগ্রহটির ওজন ৩৮০ কেজি। পাঁচবছর কাজ করবে এই উপগ্রহটি।

যে দেশগুলির স্যাটেলাইট মহাকাশে পাঠানো হল, তারা অস্ট্রেলিয়া, কানাডা, কলম্বিয়া, ফিনল্যান্ড, মালয়েশিয়া, নেদারল্যান্ড, স্পেন এবং আমেরিকা। উল্লেখযোগ্য, যে উপগ্রহগুলি ইসরো আজ মহাকাশে পাঠালো তার মধ্যে রয়েছে আমেরিকারই ১ টি মাইক্রো ও ২২ টি ন্যানো স্যাটেলাইট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news