ওয়েব ডেস্ক :
ইস্টবেঙ্গল কী ভিতরে ভিতরে ঠিক করে নিয়েছে আইএসএল খেলবে! তাই কী টিম তৈরি করতে সাত তাড়াতাড়ি নেমে পড়েছে! ক্লাবের হাবভাবে তাই তো মনে হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্য ঘুরে খেলোয়াড় বাছাই করতে বেরিয়ে পড়েছেন কোনও কোনও প্রাক্তন। এমনকী কাউকে কাউকে বিদেশেও পাঠানো হবে খেলোয়াড় বাছাই করে ধরে আনতে। শোনা যচ্ছে, পড়শি ক্লাবের দল ভাঙতে নাকি চেষ্টা চলছে। বাগানের সেরা ভরসা দুর্গরক্ষক দেবজিৎকেও নাকি দলে টানছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে কথাও নাকি পাকা। কেউ কেউ বলছেন, শুধু সময়ের অপেক্ষা। না আঁচালে বিশ্বাস নেই। কলকাতা ময়দান তো!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news