নীল বণিক :
অশান্ত পাহাড়। মোর্চা নেতাদের ফতোয়াতে পাহাড় মুখও হচ্ছেননা রাজ্য সহ বিদেশের পর্যটকরা। আগামী তিন মাসে রেলের নিজস্ব পর্যটন সংস্থা আইআরসিটিসির সমস্ত প্যাকেজ ট্যুর বাতিল হয়েছে বলে জানালেন আইআরসিটিসির জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র। তিনি আরও জানান এবারের পুজোতে দার্জিলিং যাবার সমস্ত বুকিং ইতিমধ্যেই বাতিল করেছেন পর্যটকেরা। যার ফলে রেলের এই ট্যুরিজম সংস্থাকে মোটা লসের বহর গুনতে হবে বলে জানান তিনি।
অশান্ত পাহাড়ের পরিবেশে ক্ষতি হবে সিকিমের ট্যুরিস্ট ব্যবসারও। এবারের পুজোতে দার্জিলিং ও সিকিম মিলে ৮০ কোটি টাকা ব্যবসা হবে ভেবেছিলেন রেলের কর্তারা। তবে বর্তমানে রেলের কর্তাদের সেই আশায় জল ঢেলেছেন বিমল গুরুঙ্গরা। এমনকী পুজো উপলক্ষে বারতি পুজো স্পেশাল ট্রেন বাতিল করবার সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তারা।