চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ মহেন্দ্র সিং ধনিই একমাত্র যিনি আইপিএল -এ একটি দলের হয়েই ২০০ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন । বুধবারের ম্যাচে এই বিরল নজির গড়লেন মাহি । তবে এই দিনই রাজস্থানের কাছে হার মানতে হল চেন্নাই সুপার কিংস কে । ম্যাচ শেষে ৩ রানে জয় ছিনিয়ে নিল সঞ্জু স্যামসনের দল। এদিন টসে জিতে ফিল্ডিং নেন ধোনি। জস বাটলারের দাপটে দিশেহারা হয়ে পড়েন চেন্নাই বোলাররা। ক্রিজের অপর প্রান্ত থেকে বাটলারকে সঙ্গ দেন দেবদত্ত পাড়িক্কাল।
দ্বিতীয় উইকেটে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে তখন বড় টার্গেট তোলার স্বপ্ন দেখছে রাজস্থান রয়্যালস।এর পরই রবীন্দ্র জাদেজা মাত্র ২১ রানে ২ উইকেট তুলে নেন । শেষের দিকে হাফসেঞ্চুরি করেন বাটলার। শেষের দিকে কঠিন হয়ে দাঁড়ায় ১৭৬ রানের লক্ষ্যমাত্রা। ইনিংসে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ঋতুরাজ গায়কোয়াড় ।
১৫ তম ওভারের মাঠে নামেন মাহি । তিনি খাদের কিনারা থেকে চেন্নাইকে টেনে তুলবেন-এমনটাই আশা ছিল চেন্নাই সমর্থকদের। পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইকে প্রায় জিতিয়েও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জয়ের স্বাদ পাওয়া হল না । রাজস্থানের কাছে মাত্র ৩ রানে পরাজিত হল চেন্নাই সুপার কিংস ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news