Breaking News
Home / TRENDING / ‘ইন্দু’ সরব কংগ্রেস, প্রিয়া সিং পল বলছেন আমি সঞ্জয় গান্ধীর মেয়ে

‘ইন্দু’ সরব কংগ্রেস, প্রিয়া সিং পল বলছেন আমি সঞ্জয় গান্ধীর মেয়ে

নিজস্ব প্রতিনিধি:

প্রিয়া সিং নামে এক মহিলা দাবি করেছেন, সঞ্জয় গান্ধীর কন্যা বলে। জানা গেছে তিনি বলেছেন, তাঁর বাবাকে যেন খারাপভাবে দেখানো না-হয় মধুর ভান্ডকরের ছবি ‘ইন্দু’তে। সেইজন্য তিনি ছবিটি মুক্তি পাওয়ার আগেই একবার দেখতে চান।
এর আগে কংগ্রেসের তরফ থেকেও সেন্সর বোর্ডকে চিঠি দিয়েছিলেন সঞ্জয় নিরুপম। তিনিও নাকি চিঠিতে মধুরের এই ছবি নিয়ে আপত্তির কথা জানিয়েছেন। শোনা গেল পরিচালক নাকি বলেছেন, তাঁর ছবি ‘ইন্দু’ কাল্পনিক। তাই ছবি রিলিজ করার আগে কাউকেই দেখাবেন না।
মধুর ভান্ডকরের ‘ইন্দু’ নিয়ে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে। জরুরি অবস্থার সময় অবলম্বন করে মধুরের এই ছবি নিয়ে হইচই শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে! চ্যানেল হিন্দুস্তান কিছুদিন আগেই ‘ইন্দু’ বিতর্ক হতে পারে এমন ইঙ্গিত দিয়েছিল। মধুরের আইনজীবী নাকি বলেছেন, আগে প্রিয়া সঞ্জয় গান্ধীর মেয়ে এই প্রমাণ দিক! তারপর দেখা যাবে। হঠাৎ সঞ্জয় গান্ধীর মেয়ে হিসেবে প্রিয়ার আত্মপ্রকাশ, এ নিয়ে দিল্লির বিভিন্ন মহল নাকি মুখ টিপে হাসছে। ‘ইন্দু’ নিয়ে খেলা জমে গেছে!

Spread the love

Check Also

অস্ত্রোপচারের পর কেমন আছেন পরম ঘরণী?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, সোমবার একপ্রকার চুপিসারেই বিয়ে সারেন পিয়া ও পরম। বিয়ের পরদিনই অসুস্থ …

বিয়ের রাত পোহাতেই হাসপাতালে পরমের নববধূ প্রিয়া

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি হতে চলেছেন পিয়া চক্রবর্তী। সূত্রের খবর, এক …

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *