নিজস্ব সংবাদদাতা
উড়ানের জন্য সুরক্ষিত নয়, ইন্ডিগো এবং গো-এয়ারের এমনই ১৪টি বিমানকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ডিজিসিএ। এই প্রত্যেকটি বিমানই নিও ৩২০ এয়াবাস মডেলের। গত কয়েক মাস ধরে এই নিও ৩২০ এয়ারবাস মডেলের ইঞ্জিনগুলিতে গন্ডগোল পাওয়া যায়। বেশ কয়েকবার অল্পের জন্য রক্ষা পায় বিমান। গত ১০দিনে বিশ্বজুড়ে তিনটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়। এরপরই তড়িঘড়ি ১৪টি বিমানকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের বিমান পরিষেবা সুরক্ষার দায়িত্বে থাকা সংস্থা ডিজিসিএ।
এয়ারবাসের নিও ৩২০ মডেলটি পৃথীবীর অন্যতম প্রচলিত বিমানের মডেল। ভারতে এই মডেলের ক্রেতা ইন্ডিগো। একবছর আগে এই বিমানের মডেলে প্র্যাট অ্যান্ড হুইটনির ১১০০ মডেলের ইঞ্জিন লাগানো হয়। এখানে জানিয়ে রাখা ভাল, বিমান প্রস্তুতকারী সংস্থা ইঞ্জিন তৈরি করে না। তারা কেবল ‘এয়ারফ্রেম’ বা বিমানের দেহটি বানায়। প্র্যাট অ্যান্ড হুইটনি বিশ্বের অন্যতম বিমানের ইঞ্জিন ও পার্ট প্রস্তুতকারী সংস্থা। এবার দেখা যায় ২০১৬র এয়ারবাস নিও ৩২০ যেগুলিতে প্র্যাট অ্যান্ড হুইটনির ১১০০ ইঞ্জিন লাগানো রয়েছে, সেগুলি মাঝেমধ্যেই মাঝ আকাশে বন্ধ হয়ে যাচ্ছে। এমনিতে আজকাল বিমানগুলি এমনভাবেই বানানো হয় যাতে একটি ইঞ্জিন ফেল করলেও অন্তত নির্বিঘ্নে অবতরণ করতে পারে বিমান। কিন্তু এই ফল্ট ধরা পড়ার পর নড়েচড়ে বসে ইয়োরোপের বিমান পরিষেবা সুরক্ষার দায়িত্বে থাকা সংস্থা। বিশ্বের সব দেশকে নোটিস পাঠিয়ে তাঁরা জানান যেন পিডাব্লিউর ইঞ্জিন লাগানো নিও ৩২০ গুলিকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয় নাহলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে, ইতিমধ্যেই ভারতে ইন্ডিগোর তিনটি বিমানের ইঞ্জিন মাঝ আকাশে বন্ধ হয়ে যায়। কোনওমতে বিমানটি সুরক্ষিতভাবে অবতরণ করান পাইলটরা। এরপর ইয়োরোপের এই নোটিস পেয়ে ইন্ডিগোর ওই তিনটি বিমানকে আপাতত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তখনও আকাশে নির্দ্বিধায় উড়ছিল এরকমই পিডাব্লিউ ১১০০ ইঞ্জিনযুক্ত ১১টি ইন্ডিগোর বিমান। দুর্ঘটনা যে কেনও সময় ঘটে যেতে পারত! হয়েওছিল। ২৪ ফেব্রুয়ারী লেহ থেকে ওড়ার পরই ইঞ্জিন বন্ধ হয়ে যায় ইন্ডিগোর একটি বিমানের। ৫ মার্চ ফের মুম্বই থেকে ওড়ার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেটিও ইন্ডিগোর ই বিমান এরপর সোমবার আমেদাবাদেও ওড়ার পর একই ঘটনা ইন্ডিগো বিমানে। এদিকে, গত দশদিনে বিশ্বজুড়ে তিনটি বিমান ভেঙে পড়েছে। মারা গিয়েছেন বহু। এরপরই ভারতে এধরনের দুর্ঘটনা এড়াতে এই কড়া সিদ্ধান্ত নিল ডিজিসিএ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan