Home / TRENDING / কিউরিদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা দল

কিউরিদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা দল

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

আগামী ২৯ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ মহিলাদের বিশ্বকাপের ফাইনাল পচেস্ট্রুমে অনুষ্ঠিত হবে, আর এই টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট ভারত। ইতিমধ্যেই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। আর টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট ভারত, আজকে খেলার শেষে জয়ী দল ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ফাইনাল মঞ্চে।

মেয়েদের ক্রিকেটে ভারতের শিরোপা জয়ের হাতছানি। এই প্রথম বার অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৯ মহিলাদের বিশ্বকাপ (U19 T20 World Cup), আর উদ্বোধনী সংস্করণেই ফাইনালে পৌঁছে গেল শেফালি ভার্মার (Shafali Verma) নেতৃত্বাধীন তরুণ ভারত (India)। নিঃসন্দেহে যা ভারতের মেয়েদের কাছে এক দারুণ সাফল্য।

আজ পচেস্ট্রুমে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত বনাম নিউজিল্যান্ড (New Zealand)। এই ম্যাচে ৮ উইকেটে জিতে ফাইনালের টিকিট ছিনিয়ে নিলেন শ্বেতা-শেফালির দল। আর একটা ম্যাচ জিতলেই উদ্বোধনী অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপের ট্রফিতে নাম লেখা থাকবে ভারতের। নিউজিল্যান্ড মতো শক্ত দলকে টপকে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল শেফালি ভার্মার ভারত।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শেফালি। শুরু থেকেই দাপট দেখান ভারতের মহিলা বোলাররা। মাত্র ৫ রানের মাথায় জোড়া উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। কিউয়িদের সর্বাধিক রান করেন জর্জিয়া প্লিমার, সংগৃহীত রান ৩৫। ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়ে ম্যাচে ফেরান পরশভি চোপড়া, ৩ উইকেট নিয়ে ফাইনালে যাওয়ার রাস্তা সুগম করেন।

নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কিউয়িরা, তবে পুরো ২০ ওভারই ব্যাট করেছে নিউজিল্যান্ড। ৯ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন অর্চনা দেবী, শেফালি ভার্মা, মন্নত কশ্যপ এবং তিতাস সাধু। প্রথম কিউরা ব্যাট করে ১০৮ রানের টার্গেট দিয়েছিল শেফালি-শ্বেতাদের সামনে।

আর ফাইনালের যাওয়ার আনন্দে নিতে বেশি দেরি করেনি ভারত। শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে ভারতের মেয়েরা। চতুর্থ ওভারের মাথায় ভারত অধিনায়ক শেফালির উইকেট যায়, মাত্র ১০ রান করে মাঠ ছাড়েন শেফালি। সহ-অধিনায়ক শ্বেতা শেরাওয়াত ৬১ রানে অপরাজিত থেকে দলকে ফাইনালে তুলে সাজঘরে ফেরেন। তাতে অবশ্যই সৌম্যা তিওয়ারি করেন ২২ রান, আর ১৪.২ ওভারের মাথায় ১১০ রান তুলে, ফাইনালের টিকিট নিয়ে জয়ের আনন্দে ভাসছে টিম ইন্ডিয়া।

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল বিরাট কোহলির ভারত, কিন্তু এ বার মেয়েদের বিশ্বকাপে তেমনটা হল না, সেই সেমিফাইনালে প্রতিশোধ তুললো অনূর্ধ্ব-১৯ মহিলা ভারতীয় দল। টি২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে ভারতের মেয়েরা সহজেই কিউয়ি কাঁটা পেরিয়ে গেল।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *